সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার| এবার ঘটনাস্থল পাণ্ডবেশ্বর | জামুরিয়া ২ নম্বর ব্লকের আলিনগর গ্রামের কাছে শুক্রবার সকালে একটি নির্জন জায়গায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবকের দেহ | ৩২ বছর বয়সী ওই যুবকের নাম কিরাঞ্জন ঘোষ | স্থানীয় আলিনগর গ্রামেই তাঁর বাড়ি | এদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ ভোটের মুখে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে | শাসকদলের লোকজন এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে অভিযোগ বিজেপির | এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই এই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল | তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে চাননি | এদিন দেহ নামাতেও বাধা দেন বিজেপি কর্মীদের একাংশ | তাঁদের অভিযোগ,গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ | প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে | এটা কোনওভাবেই মানা যায় না | ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব বিজেপির নেতা কর্মীরা | স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারও দলের নানা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি | মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কিরাঞ্জন বাড়ি ফেরেননি। এরপরই এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়| রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ | ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী তাপস রায় | তিনি বলেন, যেভাবে গাছে ঝুলন্ত অবস্থায় দেহটি পাওয়া গিয়েছে তাতে আমাদের সন্দেহ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে | এভাবে খুনের রাজনীতি করা ঠিক নয়| ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে সরব হন তিনি | এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | সকাল থেকেই যুবকের এভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় | গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে |