Breaking News

বেলগাছিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ,উপস্থিত ছিলেন অর্জুন সিং-ও,শূন্যে গুলি চালাল সিআইএসএফ, কাঠগড়ায় তৃণমূল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে|কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহরায়ের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ | মঞ্চ ভাঙচুর, বিজেপির পতাকা ছিঁড়ে প্রার্থীর উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ |আহত অবস্থায় শিবাজি সিংহ রায়কে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে | ঘটনাস্থলে ছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং | পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, শূন্যে চার রাউন্ড গুলি ছুড়লেন অর্জুনের নিরাপত্তায় থাকা সিআইআসএফ জওয়ানরা | এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর কলকাতার বেলগাছিয়ায় | যদিও সরকারিভাবে এই গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে পুলিশ| সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা বেলগাছিয়া ট্রাম ডিপোর কাছে বিজেপির একটি সভা হওয়ার কথা ছিল | তাতে যোগ দিতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি প্রার্থী শিবাজি সিংহ রায় |

কিন্তু অভিযোগ, সভা শুরু হওয়ার আগেই সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা| সভা ভণ্ডুল করে দেওয়ার উদ্দেশেই এই হামলা বলে বিজেপির অভিযোগ | আক্রান্ত হন প্রার্থী | বিজেপি সূত্রে খবর, অর্জুনকে ঘিরে ধরে কয়েকজন | তার জেরে সাংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে খবর | যদিও পুলিশের দাবি, কোনও গুলি চলেনি |অর্জুন সিংহের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই সেখানে সভা চলছিল | কিন্তু ওই এলাকার কয়েকজন সভামঞ্চে উঠে জামার কলার ধরে তাঁকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে | তাঁর দাবি, তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতীরা গুলিও ছোড়ে | তার পরেই বাধ্য হয়ে শূন্যে গুলি চালিয়েছেন তাঁর নিরাপত্তারক্ষীরা| এদিকে তৃণমূল প্রার্থী অতীন ঘোষের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় ধর্মীয় ভেদাভেদের কথা বলছিলেন বিজেপি সাংসদ | এর প্রতিবাদ করেন স্থানীয়রা| তারপরেই এই অশান্তি | এদিকে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় | বন্ধ রাখা হয় বেলগাছিয়ার রাস্তা | পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় |আগামী ২৯ তারিখ কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট | তার আগে ছোট প্রচারসভা করতে গিয়ে এ ধরনের হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *