নিজেস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটি এলাকায় | ভোট পরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়ে উঠছে নৈহাটি | তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভার বিজয়নগর এলাকায় | গতকাল গভীর রাত থেকেই রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক বোমবাজি এবং গুলি চলে| বোমাবাজি আর গুলির শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর| তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হন দু’পক্ষের১০ জন | বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে | থমথমে নৈহাটির বিজয়নগর এলাকা | স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এই এলাকা | অভিযোগ, রাতে এখানে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় | বিজেপি-তৃণমূল কংগ্রেস, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, হাতাহাতির জেরে চলে গুলিও | তার জেরে গভীর রাতে শোনা যায় বোমা, গুলির শব্দ |
রাস্তায় পড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপির পতাকা | বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা | বাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করে তৃণমূলের গুন্ডারা | এই ঘটনার পর থেকেই বিজয়নগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে | রাস্তায় পড়ে রয়েছে বিজেপি এবং তৃণমূলের পতাকা| তৃণমূলের দাবি, গভীর রাত থেকেই নৈহাটির বিজয়নগর এলাকায় বোমাবাজি করে এবং গুলি চালায় অর্জুন সিংয়ের গুণ্ডাবাহিনী | বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলের সব আসনে হারবে বুঝে গেছে তাই এখন নৈহাটি, বীজপুরে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে| নৈহাটির বিজয়নগর এলাকায় চাপা উত্তেজনা থাকায় মোতায়েন রাখা হয়েছে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী |সন্দেহভাজন কিছু দেখলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ |বোমা,গুলির শব্দে রাত কাটলেও চাপা উত্তেজনা এখনও রয়ে গিয়েছে |