Breaking News

ভোটের আগে তপ্ত তপসিয়া, রাস্তায় ফেলে বিজেপি নেত্রীকে ‘মারধর’-এর অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ভোটের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে তপসিয়া | নির্বাচনকে সামনে রেখে ভোটের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ | বাধা দিতে গেলে অন্য বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে | অভিযোগের আঙুল তৃণমূলের দিকে | যদিও তৃণমূলের তরফে বক্তব্য মেলেনি | ২৯ এপ্রিল শেষ দফায় ভোটগ্রহণ এন্টালি বিধানসভা কেন্দ্রে | জানা গেছে, তপসিয়ার বামনিয়ায় শুক্রবার রাতে বিজেপির কর্মী-সমর্থকরা ভোটের স্লিপ বিলি করছিলেন | বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের কিছু কর্মীও তখন রাস্তা দিয়ে যাচ্ছিল | আর হঠাৎই তাঁদের দেখে তেড়ে আসেন বলে অভিযোগ | আর বিজেপির মহিলা নেত্রীকে রাস্তায় ফেলে মারতে থাকে বলেও অভিযোগ | এমনকি ওই মহিলা নেত্রীকে বাঁচাতে গেলে অন্য বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলেও অভিযোগ | এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায় | খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার বিশাল পুলিশ বাহিনী | পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা | এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলেই জানালেন তৃণমূলের এন্টালির প্রার্থী স্বর্ণকমল সাহা | তাঁর দাবি, বিজেপির কর্মী-সমর্থকরা তপসিয়া এলাকায় স্লিপ বিলি করার সময় বেছে বেছে তৃণমূলের লোকজনকে তা দিতে চায় | তৃণমূলের কর্মী-সমর্থকরা তা নিতে অস্বীকার করলে মারধর শুরু করে বিজেপির কর্মীরা | এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে| ঘটনার তদন্তে নেমেছে তপসিয়া থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *