বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- শনিবার সকালে অবৈধ চামড়া কারখানায় বিস্ফোরণ | ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বালিগাদার কাছে মালঞ্চ পদ্মপুকুর এলাকায় | ঘটনায় জখম হয়েছেন চামড়া কারখানার ১১ জন শ্রমিক বলে খবর | তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক | খবর পেয়েই ঘটনাস্থলে আসে ভাঙর থানার বিশাল পুলিশবাহিনী | পুলিশের সামনে স্থানীয় বাসিন্দারা কারাখানা বন্ধের দাবি জানান | পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ | স্থানীয় সূত্রে জানা গেছে, মালঞ্চ পদ্মপুকুর এলাকায় বেশ কয়েক বছর ধরে একটি কারখানা চলছিল | জুতো সহ চামড়া দিয়ে বিভিন্ন রকম সামগ্রী যেমন তৈরি হত পাশাপাশি রাসায়নিক সার এই চামড়া দিয়ে তৈরি হতো এই কারখানায় | এদিন সকাল থেকেই চামড়া ট্যান করার কাজ করছিলেন কারখানার কর্মীরা | চামড়া ট্যান করার সময় বিদ্যুৎ চালিত মেশিন থেকে আচমকা ধোঁয়া উঠছে দেখেন কর্মীরা | কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণ হয়| বিস্ফোরণের জোরালো আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়| গুরুতর জখম হন কারখানার মধ্যে থাকা ১১ জন শ্রমিক | তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয় | খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর পুলিশ জেলার ডিএসপি(ক্রাইম) তমাল সরকার এবং ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গাঙ্গুলী | আপতত কারখানা সিল করে দেওয়া হয়েছে| ঘটনার তদন্তে নেমেছে ভাঙর থানার পুলিশ |