Breaking News

অক্সিজেনের যোগানে দেওয়া হল হেল্পলাইন নম্বর,গড়া হচ্ছে গ্রিন করিডর,দু’টি বিশেষ ফোন নম্বরের ঘোষণা লালবাজারের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনা সংকটকালে অক্সিজেন দ্রুত পৌঁছে দেওয়ার জন্য অভিনব পদক্ষেপ নিল কলকাতা পুলিশ | খুব দ্রুত যাতে রোগীর কাছে অক্সিজেন পৌঁছে যায় তার জন্য এবার থেকে গ্রিন করিডর করবে কলকাতা পুলিশ | এই জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে | নম্বর দুটি- ০৩৩২২৫০৫০৯৬/০৩৩২২১৪৩৬৪৪। এই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে | অক্সিজেনের চাহিদা তুঙ্গে | হাহাকার সর্বত্র | এই সুযোকেই কাজে লাগিয়ে মহানগরে এক শ্রেণির ব্যবসায়ীরা অক্সিজেন সিলিন্ডারের দাম ইচ্ছেমত হাঁকছেন | ঘোর সমস্যার রোগীর বাড়ির লোক | এবার তাই কালোবাজারি রুখতে উদ্যোগী হল কলকাতা পুলিশ | নজরদারিতে গড়া হয়েছে বিশেষ দল | ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে | অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন করোনা রোগীর | বিপুল চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে অক্সিজেনের কালোবাজারি হতে পারে বলে আশঙ্কা করছে লালবাজার | তাই কড়া পদক্ষেপের লক্ষ্যে কলকাতা পুলিশের ইনটেলিজেন্স ব্রাঞ্চের পক্ষ থেকে তৈরি হয়েছে একটি বিশেষ টিম| এই টিমে রয়েছেন ৮ জন ইবির গোয়েন্দা আধিকারিক ও পুলিশকর্মী |সব হাসপাতাল ও অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হেল্প লাইন নম্বর দিয়ে টুইট করা হয়েছে লালবাজারের তরফে|

এদিন দুপুরে কলকাতা পুলিশের ডিসিপি ট্রাফিকের তরফে টুইটে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী সংস্থা তাদের অক্সিজেন ট্যাঙ্কার বা সিলিন্ডার নিয়ে যাওয়ার আগে যদি কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাহলে এই গ্রীন করিডরের ব্যবস্থা করা হবে | প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলির কাছে আবেদন জানান, কোথাও যেন কোনও অক্সিজেন কনটেনার রাস্তায় আটকে না পড়ে | অন্যদিকে অক্সিজেনের গাড়িকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বিভিন্ন রাজ্যকে আর্জি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও | নির্দিষ্ট গন্তব্যে দ্রুত অক্সিজেন পৌঁছতে চাই বিশেষ করিডর | তারও ব্যবস্থার আর্জি জানানো হয় চিঠিতে | এরপরই শনিবার লালবাজারের বিশেষ উদ্যোগ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *