Breaking News

‘‌নির্বাচনের পরে সুপ্রিম কোর্টে আমি যাব’‌, নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো

দেবরীনা মণ্ডল সাহা :- এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | শনিবার বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়াম থেকে ভার্চুয়াল সভায় তিনি বলেন, ‘‌নিরপেক্ষ নির্বাচনের দাবিতে| বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন বঙ্গে আট দফা ভোটের মাঝে বারবার এই অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | তার মধ্যে শনিবার বোলপুরে ভার্চুয়াল সভা থেকে তিনি আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করে বলেন, ভোট শেষ হয়ে গেলে সুপ্রিম কোর্টে যাবেন |নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোট করানোর আবেদন জানাবেন | এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”আমরা ২০১৬ সালেও সহ্য করেছি | এবারও দেখছি। এই ভোট হয়ে যাওয়ার পর আমরা দেশের সর্বোচ্চ আদালতে যাব | কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, তার আবেদন জানাব | আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, একটু বেশি সম্মান দিয়ে ফেলেছি |” এদিন বোলপুরের মঞ্চে শারীরিক দূরত্ববিধি মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মাত্র ৪ জন | ছিলেন অনুব্রত মণ্ডলও | তাঁকে ভোটের সময় নজরবন্দি করা নিয়েও কমিশনকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁর মতে, এটি বেআইনি কাজ | এদিন তিনি উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সঙ্গে জেলা পুলিশ আধিকারিকদের একাংশের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন | সাংবাদিকদের সামনে সেই তথ্য এনে নির্বাচন কমিশন কীভাবে পক্ষাপাতমূলক কাজ করছে, তাও একবার বোঝানোর চেষ্টা করেন |নির্বাচন কমিশনকে বিজেপির আয়না বলে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো | বিজেপির পরিকল্পনাকে কার্যকর করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ তুলে মমতা বলেন, ‘‌আমি স্পষ্ট বলতে চাই, কোন নির্দেশে কী কাজ চলছে সব খবর আমার কাছে আছে | এমন করছে যেন বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে | বিজেপি, নির্বাচন কমিশনের কথা শুনে চলছে | শুধু বিজেপিকে বাংলা দখল করানোর জন্য কমিশন এখানে এত দফায় ভোট করাল | ভাষণ ছাড়া কোনও কাজ করেনি কেন্দ্রীয় সরকার |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *