Breaking News

মালদহে মিঠুন ও কুশমুন্ডিতে দিলীপ ঘোষের সভায় পাঁচশোর বেশি জমায়েতের অভিযোগ!বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূলের,

প্রসেনজিৎ ধর :- মালদহের বৈষ্ণবনগরে করোনাবিধি ভেঙে ভিড় উপচে পড়ল মিঠুনের জনসভায় | যার জেরে ওই সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন | বিজেপি ও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল | মালদহের বৈষ্ণবনগরে পাঁচশোর বেশি মানুষ নিয়ে সভা করে বিধি ভেঙেছেন তিনি | মিঠুনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তৃণমূল | তাদের দাবি, বিজেপির তারকা প্রচারকের সমস্ত সভার অনুমতি প্রত্যাহার করা হোক | বিজেপির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুন কমিশন | সৌগত রায় অভিযোগ জানিয়েছেন, কমিশন বিজেপির কথায় চলে | তাই শকুনের দল এখনও ঘুরে বেড়াচ্ছে | গোটা দেশ প্রাণপণ করোনা মোকাবিলার চেষ্টা করছে | আর বিজেপি রাজনীতি করছে | সবই হচ্ছে মোদি-শাহের প্রশ্রয়ে | তৃণমূলের দাবি, শনিবার মালদহের বৈষ্ণবনগরে মিঠুনের জনসভায় ভিড় ছিল ৫০০-র বেশি | তার ওপরে মানা হয়নি করোনাবিধি | যার ফলে একযোগে নির্বাচনবিধি ও করোনাবিধি ভেঙেছে বিজেপি | তৃণমূলের অভিযোগ পেয়ে বৈষ্ণবনগরে বিজেপির সভার আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক | অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে এদিন সভা ছিল দিলীপ ঘোষের | কমিশনে অভিযোগ জানিয়ে তৃণমূল বলেছে, সেখানে পাঁচশোর বেশি লোক নিয়ে সভা হয়েছে | যা কোভিড পর্বে নির্বাচনী বিধিভঙ্গের শামিল | তাই দিলীপের সব প্রচার বন্ধের দাবি জানিয়েছে তৃণমূল | গতকাল কুমারগঞ্জে একইভাবে নির্বাচনী বিধি ভাঙেন দিলীপ ঘোষ | তৃণমূলের দাবি, এতে বহু লোকের জীবন বিপন্ন করেছেন বিজেপির রাজ্য সভাপতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *