দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা বন্দরে | বরাবরের মতো এবারও কলকাতা বন্দর থেকেই বিধানসভা ভোটে লড়াই করছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম | এবার তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি | ফিরহাদ বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসক বা মেয়র কোনও পদে নেই | তা সত্ত্বেও পুরসভার অফিশিয়াল ফেসবুক পেজ বা টুইটার হ্যান্ডেলে এখনও ফিরহাদ হাকিমের ছবি রয়ে গিয়েছে | যা কমিশনের বিধি লঙ্ঘন করে বলে নালিশ তুলেছে বিরোধী শিবির | এর পাশাপাশি ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীর সম্বন্ধে অশ্লীল মন্তব্য করেছেন | আর কলকাতা বন্দর বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে মসজিদে প্রবেশ করে বিজেপির নামে উল্টোপাল্টা কথা বলেছেন | সবেতেই তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন | তাই অবিলম্বে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিক কমিশন, দাবি বিজেপি নেতৃত্বের | এর পাশাপাশি গতকাল ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষও দাবি করেছিলেন গ্রেফতার করা হোক ফিরহাদ হাকিমকে | অভিযোগ ফিরহাদের গুন্ডা বাহিনী বেশ কয়েক দিন ধরেই তাঁর উপর আক্রমণ চালাতে চাইছে | ভোটের মুখে শান্ত পরিবেশকে উত্তপ্ত করতে চাইছে | যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ | বিজেপি বিধানসভা ভোটে হেরে যাবে বলেই এখন মিথ্যা নাটক করছে বলে দাবি শাসক দলের |