সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- ফের চাঞ্চল্য আসানসোল শিল্পাঞ্চলে | রবিবার এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনায় আতঙ্ক ছড়াল আসানসোলের চিত্তরঞ্জন কেজি হাসপাতাল মােড়ে | জানা গেছে, রবিবার রাত ৮ টা নাগাদ চিত্তরঞ্জন কেজি হাসপাতালের কাছে রাস্তার মােড়ে একটি গ্যারেজের কাছে এক যুবককে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায় |খুব কাছ থেকে গুলি চালানোয় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছরের ওই যুবকের |
তদন্তে নেমে জানা গেছে , ওই যুবক বাড়ি ঝাড়খণ্ডের মিহিজামে | নাম রাহুল রামো | দুষ্কৃতীরাও কি ভিনরাজ্য থেকে বাংলায় ঢুকে এমন অপরাধ ঘটিয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজছে চিত্তরঞ্জন থানার পুলিশ | সে সময় এলাকায় লােকজনের চলাচল ছিল | এমনকি দোকানপাটও তখন খোলা ছিল | হঠাৎ এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায় এলাকার লোকজনের মধ্যে | চিত্তরঞ্জন থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় | এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | কি কারণে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমে পুলিশ স্থানীয় দোকানদারদেরও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে | যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি |