নিজস্ব সংবাদদাতা :- করোনা আবহে পরিস্থিতি সামাল দিতে প্রায় ছয় মাস বন্ধ ছিলো মেট্রো পরিষেবা। এরপর পরিস্থিতি একটু থিতু হতেই করোনা বিধি মেনেই কম সংখ্যক মেট্রো চলাচল শুরু হয়। কিন্তু সেই ক্ষেত্রেও নিত্য যাত্রীদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ সংক্রমণ সামাল দিতে বন্ধ রাখা হয়েছিল একাধিক মেট্রো গেট। এমনকি মেট্রো কার্ডের পরিবর্তে ব্যবহার করতে হয়েছিল ই -পাস। দূরত্ববিধি মেনেই প্রায় বেশ কয়েকমাস মেট্রোতে চলাচল করেছে একাধিক যাত্রী। কিন্তু এবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর দিলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আজ থেকেই খুলে দেওয়া হবে একাধিক মেট্রো গেট। এমনকি মেট্রো সংখ্যা আগের থেকে বাড়ানো হবে বলে জানানো হয়েছে।আগে দৈনিক ২২৮টি ট্রেন চলত, সেখানে আজ থেকে চলবে ২৪০টি ট্রেন। এমনকি ই পাসের বদলে মেট্রো স্মার্ট কার্ডও ব্যবহার করতে পারবেন সকল যাত্রীরা। প্রসঙ্গত, আজ থেকে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল স্টেশনের ৫ নম্বর গেট আজ খোলা থাকবে প্রবেশের জন্যও।অন্যদিকে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট স্টেশনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান করার ব্যবস্থাও করা হবে। রবীন্দ্র সরোবর স্টেশনের চার নম্বর গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরনোর জন্য। এমনকি কালীঘাট স্টেশনের ৪ এবং ৫ নম্বর গেট খুলে দেওয়া হবে, ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ|
Hindustan TV Bangla Bengali News Portal