সুবীর কর, বীরভূম :- আগামী ২৯ শে এপ্রিল শেষ দফার ভোট দুবরাজপুরে | তার আগে ফের তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকা | বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | এই ঘটনায় গুরুতর আহত দুই বিজেপি কর্মী বলে অভিযোগ |বিজেপির দাবি শনিবার রাতে প্রচার সেরে বোধগ্রাম এলাকায় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন দলের কর্মী সমর্থকরা | মূলত প্রচারের নানা দিক নিয়েই আলোচনা চলছিল তাদের মধ্যে | এমন সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ | কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, লাঠি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ | একেবারে মাটিতে ফেলে চলে মারধর | এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়। অপর এক বিজেপি কর্মীর হাতে মারাত্মক চোট লেগেছে | দলের অন্যান্য কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন | এদিকে গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে| এলাকায় অশান্তি পাকানোর জন্য চেষ্টা করছে তারা | মূলত সাংগঠনিকভাবে দুর্বল হওয়ার জেরেই এবার তারা হিংসার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ বিজেপির | যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয় | বরং তাদের কর্মীরাই বারবার আক্রান্ত হয় বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল|