প্রসেনজিৎ ধর :- করোনার জেরে দেশে অক্সিজেনের ঘোর সঙ্কট | এই আবহে দিল্লির মুখ্যমন্ত্রী দেশের বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন | গত কয়েকদিন ধরেই দিল্লিতে চরম অক্সিজেনের সঙ্কট শুরু হয়েছে | হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে মারা যাচ্ছেন রোগীরা | দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে কাতর আর্জি জানিয়েছেন অক্সিজেন পাঠানোর জন্য | কেন্দ্র সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে| কিন্তু তাতেও মিটছে না চাহিদা | এবার কেজরিওয়াল ট্যুইট করলেন রাজ্যগুলির কাছে কাতর আবেদন নিয়ে লিখলেন, “সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ করছি, দয়া করে অক্সিজেন পাঠান, যদি কারও কাছে অতিরিক্ত থাকে | যদিও কেন্দ্র অনেক সাহায্য করছে, তবু চাহিদার কাছে সমস্ত সাহায্যই অপ্রতুল মনে হচ্ছে|”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরিভিত্তিতে দেশের প্রত্যেক রাজ্যে অক্সিজেন চেয়ে চিঠি লিখেছেন | করোনা ভাইরাস-এর ব্যাপক ছড়িয়ে পড়ায় সর্বত্র অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে | তাই তিনি আবেদন করেছেন, কোনও রাজ্যের পক্ষে যদি তাদের নিজস্ব ঘাটতি মিটিয়েও হাতে কিছু অতিরিক্ত মেডিক্যাল অক্সিজেন থেকে থাকে, তবে তারা তা যেন দিল্লিতে পাঠিয়ে দেয় | প্রসঙ্গত, শুক্রবার রাতে দিল্লির গোল্ডেন জয়পুর হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন অতি সংকটজনক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে | একাধিক রোগীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক |