Breaking News

প্রচণ্ড গরমে আসানসোলে ভোটের ডিউটিতে গিয়ে ‘বিনা চিকিৎসায়’মৃত্যু মহিলা ভোট কর্মীর!অব্যবস্থার অভিযোগ কমিশনের বিরুদ্ধে

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- এবার প্রচণ্ড গরমে আসানসোle মৃত্যু হল এক ভোটকর্মীর | মর্মান্তিক ঘটনটি ঘটেছে রবিবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ডিসিআরসি কেন্দ্রে | মৃতের নাম অনিমা মুখার্জী (৪৫) | তাঁর বাড়ি রূপনারায়ণপুরের গুরোদোয়ারা এলাকায় | তিনি রূপনারায়ণপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন| ভোটের দায়িত্ব নিতে এসে ইভিএম বিতরণ কেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু হল ওই মহিলা ভোটকর্মীর | ভোটকর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতেও কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না ডিসিআরসি-তে | গত কয়েকদিন ধরেই আসানসোল সহ দক্ষিণের জেলাগুলিতে চলছে অসহ তাপপ্রবাহ। রবিবার দুপুরেও সেখানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা কম থাকায় দুপুরে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয় সেখানে | সহকর্মীরা জানান, এদিন ভোটের দায়িত্ব নিতে ডিসিআরসি কেন্দ্রে এসেছিলেন সালানপুরের পিঠাইকেয়ারি প্রাইমারী স্কুলের শিক্ষিকা অনিমাদেবী | কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট বিতরণের সময আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি | অভিযোগ, এই সময় ডিসিআরসি কেন্দ্রে কোনও মেডিক্যাল টিম ছিল না| দীর্ঘক্ষণ শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ওখানেই পড়ে ছিলেন অনিমাদেবী | পরে অন্যান্য ভোটকর্মীরা গাড়ির ব্যবস্থা করে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে পাঠান | কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন | সহকর্মীদের অভিযোগ,ডিসিআরসি-তে হাজার হাজার ভোটকর্মীর জন্য ছিল না কোনও মেডিক্যাল টিম | তাঁদের বক্তব্য চিকিৎসক থাকলে হয়তো বাঁচানো যেত তাঁকে | জানা গিয়েছে, মৃত অনিমা দেবী স্বামীর সঙ্গে থাকেন না। এছাড়া ক্লাস নাইনের ছেলেও রয়েছে তাঁর | এই ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর বাড়িতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *