প্রসেনজিৎ ধর, কলকাতা :- অতি বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম ভোটাররা যাতে সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তার জন্য উবর পরিষেবা নিয়ে এল কমিশন | কোভিড পরিস্থিতিতে বয়স্ক ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য এবার নয়া উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন | প্রবীণদের সাহায্যার্থে অ্যাপ ক্যাব সংস্থা উবেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কমিশন | ফোন নম্বর এবং এপিক নম্বর দিয়ে সংস্থার সঙ্গে যোগাযোগ করলে চালকরা বিনামূল্যে ভোটারকে বাড়ি থেকে ভোটকেন্দ্রে পৌঁছে দেবেন সোমবার এবং বৃহস্পতিবার কলকাতার ভোটে কমিশন-উবরের এই চুক্তিভিত্তিক পরিষেবার ফলে প্রবীণরা লাভবান হবেন | মূলত কলকাতার ভোটারদের জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে বলে খবর | কলকাতার বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ আসনে নির্বাচন রয়েছে আগামী ২৬ এপ্রিল | ওই চারটি কেন্দ্রের ৮০ বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে | ভোটাররা কমিশনের দেওয়া হেল্পলাইন নম্বর ১৯৫০-এ ফোন করলেই তাঁদের থেকে এপিক নম্বর কিংবা তাঁদের নাম ও ফোন নম্বর জানতে চাওয়া হবে | তার পরই সেই ফোন নম্বরে ওই প্রোমোকোড পাঠিয়ে দেওয়া হবে | গোটা পরিষেবাই মিলবে বিনামূল্যে | এর জন্য ভোটারকে উবরকে কোনও টাকা দিতে হবে না | আগেও এই গোষ্ঠীর ভোটারদের জন্য বাড়ি গিয়ে ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া চালু করেছিল কমিশন | ভোটের দিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে | যদিও এই সুবিধা প্রথমবার দিচ্ছে না নির্বাচন কমিশন। পঞ্চম এবং ষষ্ঠ দফার ভোটেও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার একাধিক কেন্দ্রে এই সুবিধা দেওয়া হয়েছে |