Breaking News

রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!‌ কোনও হামলা ঘটেনি জানাল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাত, মুর্শিদাবাদ :- রাজ্যে চলছে সপ্তম দফার ভোট| আর ভোট শুরু হতেই অশান্তি শুরু হয়ে গিয়েছে মুর্শিদাবাদ | স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন রানিনগর বিধানসভার বিজেপি প্রার্থী মাসুহারা খাতুন | রানিনগরের ১৭৬ নম্বর বুথের কাছে পৌঁছলে তাঁর গাড়ি লক্ষ্য করে লাঠি, রড নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি | এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়েও তাঁকে বেশ কিছু ক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ | ওই বুথে তাদের এজেন্টকেও বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে | বিজেপির অভিযোগ, বিজেপি প্রার্থী মাশুহারা খাতুনের গাড়িতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা | এপ্রসঙ্গে রানিনগরের বিজেপি প্রার্থী মাশুহারা খাতুন জানান, “ভোটগ্রহণ পর্ব চলছে অথচ অধিকাংশ বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না | মারধর করছে তৃণমূলের গুন্ডারা | আর এই পরিস্থিতি সামাল দিতেই গাড়ি নিয়ে বুথের দিকে যাচ্ছিলাম এজেন্টদের বসানোর ব্যবস্থা করতে | কিন্তু রানিনগরের সেনপাড়া দিয়ে যাওয়ার সময় পথেই আমার গাড়িতে হামলা চালায় তৃণমূলের গুন্ডারা | আমার গাড়ি ঘিরে বিক্ষোভও দেখায় তৃণমূলের গুন্ডারা | আমাকে আটকে রাখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা |” এর পাশাপাশি রানিনগরের ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির | পরে খবর পেয়ে ঘটনাস্ছলে আসে পুলিশ | পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় | যদিও বিজেপি প্রার্থীর তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানালেন রানিনগর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব | তৃণমূলের অভিযোগ,বিজেপি প্রার্থী ভোটে হেরে যাচ্ছে আর তাই এখন মিথ্যা নাটক করছে | গোটা ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন| রিপোর্ট হাতে পেয়ে কমিশনের তরফে জানানো হয় রানিনগরে বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি | রানিনগর এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী | কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন এলাকায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *