Breaking News

‘দুই-তৃতীয়াংশ আসনে জিতছে তৃণমূল’ ভোট দিয়ে বেরিয়ে প্রত্যয়ী অভিষেক বন্দোপাধ্যায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ ৫ জেলার ৩৪ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব | কলকাতার হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরেও চলছে আজ ভোটগ্রহণ | ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসাবে সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় | ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানালেন, ‘‌করোনা আবহে রাজ্যে মানুষ মারা যাচ্ছেন অথচ আট দফায় নির্বাচন করছে কমিশন | নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার জন্য আট দফায় নির্বাচন করছে | সাধারণ মানুষের কথা কমিশন ভাবছে না | বাংলার বিধানসভা নির্বাচনে এবারেও দুই-তৃতীয়াংশ আসনে জিতে রাজ্য সরকার গড়বে তৃণমূলই | আমি খুবই আত্মবিশ্বাসী যে রাজ্যে পুনরায় ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জি|’ অভিষেক আরও বলেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, আমরাই জিতছি | এখন সংখ্যা বাড়ানোর দফা | কীভাবে আমাদের আসন বাড়ানো যায় সে দিকেই নজর থাকছে | মানুষের ওপর আমাদের আস্থা রয়েছে | করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে জেনে পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক নেতাদের তৈরি থাকা উচিত ছিল | অমিত শাহই বলেছেন যে, যারা হারে তারা অভিযোগ করে | এখন বিজেপি অভিযোগ করছে, তার মানে তো এটাই দাঁড়ায় বিজেপি হারছে |’ যদিও অভিষেক বন্দোপাধ্যায়ের এই দাবিকে কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব | বিজেপি নেতাদের দাবি, মানুষ তৃণমূলের সঙ্গে নেই | এবারের ভোটে তৃণমূলকে হারিয়ে মানুষ যোগ্য জবাব দেবে | পিসি-ভাইপোর রাজত্ব এবার শেষ হবে আর বিজেপি ক্ষমতায় এসে সোনার বাংলা গড়বে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *