Breaking News

গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআই-এর ! মঙ্গলবার হাজিরার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা :- ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ বীরভূমে| সোমবারই সেখানে শেষ হচ্ছে ভোটপ্রচার | আর এর মধ্যে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে গরুপাচার কাণ্ডে পৌঁছল সিবিআইয়ের তলব | মঙ্গলবার তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে | অনুব্রতর পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর সিবিআই সূত্রে | যদিও সিবিআই সূত্রে খবর, গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে | যা কোথাও গিয়ে তদন্তের গতিপথ ঘুরিয়ে দিয়েছে বীরভূমের দিকে | সেই জেলা থেকেও নানাভাবে অবৈধ গরুপাচার কারবার চলত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা | সেই পরিপ্রেক্ষিতেই এ বার অনুব্রতকে ডেকে পাঠানো হল কেন্দ্রীয় সংস্থার তরফে | গরুপাচারকাণ্ডে ইতিমধ্যে ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার-সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই | তবে সেই চার্জশিটে নাম নেই অনুব্রতর | সিবিআই সূত্রের খবর, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর গরুপাচার রোধে তৎপর হয় তারা | কিন্তু তাতে রোখা যায়নি গরুপাচারকারীদের | মুর্শিদাবাদ দিয়ে বিকল্প পথে বাংলাদেশে গরুপাচার শুরু করে তারা| গোয়েন্দারা জানাচ্ছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে গরুপাচারকারীরা ঝাড়খণ্ড দিয়ে বীরভূম হয়ে গরু পৌঁছে দিত মুর্শিদাবাদ সীমান্তে | ঝাড়খণ্ড থেকে রামপুরহাট হয়ে মুর্শিদাবাদে পৌঁছে যেত গরু | দিন কয়েক আগে আয়ের থেকে বেশি সম্পত্তির অভিযোগ তুলে অনুব্রতকে আয়কর রিটার্নের প্রতিলিপি জমা দিতে বলেছে আয়কর বিভাগ | অষ্টম দফায় ভোট রয়েছে অনুব্রতর গড় বীরভূমে | ঠিক তার আগে সিবিআই তাঁকে এই নোটিস পাঠিয়েছে| ফলে শাসকদলের অভিযোগ, ভোটের মরসুমে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে পরোক্ষে চাপ তৈরি করতে চাইছে বিজেপি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *