নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- ভোট দিতে এসে তাপপ্রবাহের বলি হলেন আরও এক ব্যক্তি | ভোটকর্মীর পর এবার প্রাণ গেল এক ভোটারের | মুর্শিদাবাদের ফরাক্কায় প্রচণ্ড গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল এক বৃদ্ধের | প্রবীণ ভোটারকে কেন লাইনে থাকতে বাধ্য করা হল তা নিয়ে উঠছে প্রশ্ন | জানা গিয়েছে, মৃত শিশুপদ মণ্ডলের বয় ৮২ | সোমবার সকালে প্রচণ্ড রোদের মধ্যে পরিবারের নিষেধ না মেনে বিন্দুগ্রাম শিশু শিক্ষা নিকেতনে ভোটকেন্দ্রে ভোট দিতে চান তিনি | ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন | দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় বৃদ্ধের | বৃদ্ধর ছেলে রাজপতি মণ্ডল জানিয়েছেন, বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন | রোদের মধ্যে ভোট দিতে যেতে বারণ করেছিল সবাই | কিন্তু জেদ করে ভোট দিতে যান তিনি |এই ঘটনায় কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে| ৮২ বছরের অসুস্থ বৃদ্ধ কেন বাড়ি বসে ভোট দেওয়ার সুযোগ পেলেন না?প্রসঙ্গত, এর আগে শনিবার আসানসোলে ডিসিআরসি-তে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক মহিলা ভোটকর্মীর |