প্রসেনজিৎ ধর :- করোনা সংক্রমিত হয়ে ফের প্রার্থীর মৃত্যু | সোমবার রাতে মারা গিয়েছেন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ| ওই কেন্দ্রে ভোট স্থগিতের নির্দেশ দিল নির্বাচন কমিশন|২৯ তারিখ, নির্ধারিত সূচি অনুযায়ী এই কেন্দ্রে ভোট হবে না | মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে বলে খবর | কবে ফের মালদহের বৈষ্ণবনগরে ভোট হবে, তা এখনও জানানো হয়নি কমিশনের তরফে |পরে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে বলে সূত্রের খবর | ফলে আগামী ২ মে, রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টির ভোটগণনা ও ফলপ্রকাশ হবে| সোমবার রাতে মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষেরও প্রাণ কাড়ল করোনা ভাইরাস| জানা গেছে, করোনা পজিটিভ হওয়ার পর সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় | মালদহ থেকে কলকাতায় আসার পথেই মৃত্যু হয় সমীরবাবুর | এলাকায় তিনি বিশিষ্ট ব্যবসায়ী বলে পরিচিত | তাঁর মৃত্যুতে তাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল বৈষ্ণবনগরে | কিন্তু প্রার্থীর মৃত্যুতে আপাতত তা স্থগিত রাখা হল বলে মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল কমিশন | যদিও আগামীতে কোন দিন এই কেন্দ্রে ভোট হবে, তা এখনও জানানো হয়নি |এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামসেরগঞ্জের দুই প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে | সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় মারা গিয়েছেন | এই দুই কেন্দ্রে ১৩ মে ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন | এর পরে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা মারা গিয়েছেন করোনায় | ২৩ এপ্রিল থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে | তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। রবিবার সকালে তৃণমূল প্রার্থীর মৃত্যু হয় |