দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার ভোরে রাজভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল |যদিও রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁর স্ত্রী সুদেশ ধনকড় নিরাপদেই রয়েছেন বলে সূত্রের খবর | হতাহতের কোনও খবর নেই | এমন হাই সিকিউরিটি জোনে এ ধরনের ঘটনায় আতঙ্কিত কর্মীরা | প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে | জানা গেছে , এদিন ভোরে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের পিছন দিকে কালো ধোঁয়া চোখে পড়ে ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের | আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা | সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলের ৬টি ইঞ্জিন রাজভবনে হাজির হয় | শুরু হয় আগুন নেভানোর কাজ | দেখা যায়, রাজভবনের তৃতীয় তলে আগুন লেগেছে | সেখানে মজুত ছিল বালিশ, তোষক | ফলে তুলোর সামগ্রীতে আগুন লাগায় দাউদাউ করে তা দ্রুত ছড়িয়ে পড়ে| ধীরে ধীরে আগুন নিভে যায় | তবে এতে কারও কোনও ক্ষতি হয়নি বলেই রাজভবন সূত্রে খবর | কীভাবে আগুন লাগল, তা বুঝতে তদন্তে শুরু হয়েছে | শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দমকলের প্রাথমিক অনুমান |সেক্ষেত্রে রাজভবনের বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে দেখা হচ্ছে |