Breaking News

নিজাম প্যালেসে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল! সিবিআইয়ের কাছে আরও কিছুদিন সময় চাইলেন অনুব্রত

প্রসেনজিৎ ধর :- গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই | মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল | কিন্তু তিনি মঙ্গলবার হাজিরা দিচ্ছেন না বলেই জানা গিয়েছে | কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে আরও দু সপ্তাহের জন্য সময় চেয়েছেন বলে জানা গিয়েছে | অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আপাতত বাইরে যেতে ভয় পাচ্ছেন তিনি | তাঁর শরীরও খুব একটা ভালো যাচ্ছে না বলে জানানো হয়েছে দলের তরফে | এই অবস্থায় তাঁকে যেন ২ সপ্তাহ সময় দেওয়া হয় | তবে অন্য একটি সূত্রে খবর, এই সিদ্ধান্তের পিছনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকতে পারে | সোমবারই মমতা অনুব্রতকে যেতে নিষেধ করেন বলে সূত্রের খবর | তিনি বলেন, ‘‘২৯-এ ওদের ওখানে ভোট | আমি বলে দিয়েছি, একদম যাবি না | স্ট্রেট বলবি, ইলেকশন প্রসিডিউর ওভার হবে | তারপর যাব |’’ সেই কারণেই হয়তো নিজাম প্যালেসে হাজিরা এড়ালেন কেষ্ট বলে সূত্রের খবর | এর আগে, শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে নোটিস ধরায় আয়কর দফতর | আয়কর দফতরের আধিকারিকদের অভিযোগ, আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে অনুব্রতর | এর পরেই কেষ্টকে তলব করে সিবিআই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *