Breaking News

করোনা পরিস্থিতিতে এখন আর কাউকে তলব করবে না সিবিআই-ইডি ! দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতা শাখার এই সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা :- করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই আগামী ১০ দিন কাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে না | যাঁদের তলব করা হয়েছে, তাঁদেরও আসতে বারণ করা হয়েছে | করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের দফতরে কোনও সাক্ষীকে হাজিরার নোটিস দেওয়া হবে না | ইতিমধ্যেই যাঁদের তলব করা হয়েছে, তাঁদেরও হাজিরার দিন পিছনো হচ্ছে বলে সূত্রের খবর | সিবিআই দফতরে ইতিমধ্যেই ১৬ জন অফিসার করোনা আক্রান্ত | সেখানে ৫০ শতাংশ হাজিরা দিয়ে একদিন অন্তর একদিন অফিস চালানো হচ্ছে। ইডি দফতরের অবস্থাও প্রায় একই | সেখানেও ৫০ শতাংশ আধিকারিক হাজির থাকছেন রোজ | অনেকে আবার ওয়ার্ক ফ্রম হোমও করছেন | যেহেতু অফিসাররা করোনা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ | হু হু করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে | অন্যদিকে যাঁদের সাক্ষী বা অভিযুক্ত হিসাবে তলব করা হচ্ছে, তাঁরা কিংবা তাঁদের পরিবারের কেউ না কেউ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও এই মুহূর্তে থাকছে | সবদিক চিন্তা করেই এরপর দুই গোয়েন্দা সংস্থার কলকাতা শাখা এই সিদ্ধান্ত নেয় | এখন তলব করা বা নতুন করে নোটিস পাঠানো না হলেও তদন্ত চলবে| যে সমস্ত মামলার তদন্ত প্রক্রিয়া চলছে সেগুলি এগিয়ে নিয়ে যাবেন আধিকারিকরা | তবে আপাতত কোনও অভিযুক্তকেই হাজিরা দিতে হবে না সিজিও কমপ্লেক্সে | নতুন করে নোটিসও পাঠানো হবে না কারও কাছে| তবে নিজাম প্যালেস দুর্নীতি দমন শাখা এখনও অবশ্য এরকম কোনও সিদ্ধান্তের কথা জানায়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *