প্রসেনজিৎ ধর :- আগামী বৃহস্পতিবার শেষ দফার ভোট | রাজ্যের ৪ জেলার মোট ৩৫ আসনে এদিন ভোটগ্রহণ হবে| পাশাপাশি ভোট নেওয়া হবে চতুর্থ দফার দিন শীলকুচিতে যে বুথের সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেই ১২৬ নম্বর বুথেও | এই দফাতেও কড়া কমিশন | নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন | শেষ দফায় মোতায়েন করা হবে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী| যার মধ্যে বুথে মোতায়েন করা হবে ৬৪১ কোম্পানি বাহিনী | কমিশনের নজর রয়েছে বীরভূমে | সেখানে থাকবে ২২৪ কোম্পানী বাহিনী, মালদায় থাকবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদে থাকবে ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কলকাতায় থাকবে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী | অষ্টম তথা শেষ দফায় ভোট নেওয়া হবে বীরভূমের ১১ টি আসন, মালদহের ৬ টি আসন, মুর্শিদাবাদের ১১ টি আসন, কলকাতার ৭ টি আসনে | ভোট হবে বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই বিধানসভায় | মালদহের মানিকচক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগরে হবে ভোটগ্রহণ | মুর্শিদাবাদে ভোট হবে খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি | এদিন উত্তর কলকাতায় ভোটগ্রহণ হবে | ভোট হবে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়ায় | অন্যদিকে করোনার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে বুথের সংখ্যাও | অষ্টম দফায় মোট বুথ থাকবে ১১৮৬০ টি | যার মধ্যে বীরভূমে বুথের সংখ্যা ৩,৯০৮ টি, মালদায় বুথের সংখ্যা ২,০৭৩ টি, মুর্শিদাবাদে বুথের সংখ্যা ৩,৭৯৬ টি, উত্তর কলকাতায় বুথের সংখ্যা ২,০৮৩ টি | সূত্রের খবর, অশান্তি এড়াতে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন |