Breaking News

বীরভূমে ভোটের আগে নজরবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল,সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

সুবীর কর, বীরভূম :- আগামী বৃহস্পতিবার বীরভূমের ১১ আসনে ভোট | তার আগেই শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন | ফের কমিশনের নজরবন্দি অনুব্রত মণ্ডল | মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি অনুব্রত মণ্ডল | বীরভূমে ভোটের আগে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের| এই সময়কালে তাঁর গতিবিধি নজরে রাখবে কমিশন | করা হবে ভিডিওগ্রাফি | দোর্দদণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার সঙ্গেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ও একজন ম্যাজিস্ট্রেট | প্রসঙ্গত,এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোট, ২০১৯ সালের লোকসভা ভোটের সময় নজরবন্দি করা হয় অনুব্রত মণ্ডলকে | এ বিষয়ে বীরভূম জেলা সভাপতি বলেন, “নজরবন্দি মানে কি গৃহবন্দি না কি? নজরবন্দি মানে তো আমার সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জওয়ানরা থাকবেন |আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে তাঁরা যাবেন|” স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বললেন, “খেলা হবে |” এদিন নেত্রীর কথা মনে করিয়ে অনুব্রত বলেন, “আমি এবার কমিশনের বিরুদ্ধে আদালতে যাব |” নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি | এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনুব্রত মণ্ডলের যা কথার ধরণ তাতে উনি বাইরে থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় | এমনকী পুলিশ প্রশাসনও কাজ করতে পারবে না | উনি দাঁড়িয়ে বলছেন পুলিশকে বোম মারো | সেই ব্যক্তি বাইরে থাকলে নির্বাচন প্রভাবিত হবে |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *