প্রসেনজিৎ ধর, হুগলি :- রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ | কোথাও মিলছে না বেড,কোথাও বা নেই পর্যাপ্ত অক্সিজেন | করোনাকালে ফের বিনা চিকিৎসায় মৃত্যু রোগীর | আরামবাগ সুপার স্পেশালিটি হাসাপাতালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ | জরুরি বিভাগের সামেন অ্যাম্বুলেন্সে বসে থেকেই মৃত্যু হল রোগীর | তীব্র শ্বাসকষ্ট সত্ত্বেও মেলেনি চিকিৎসা | ভর্তি নেওয়া হয়নি রোগীকে | এমনই অভিযোগ পরিবারের | তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি | চিকিৎসায় উদাসীনতার এই ছবি ধরা পড়ল হুগলির আরামবাগে|জানা গেছে,খানাকুলের জয়রামপুরের বাসিন্দা ৬০ বছরের তারাপদ চক্রবর্তীর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় | তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও মিলল না চিকিৎসা | বৃদ্ধর মেয়ে রুমা চক্রবর্তী জানান,
বারবার বলার পরেও তাঁর বাবার চিকিৎসা শুরু করেনি হাসপাতাল কর্তৃপক্ষ | বহুবার বলা সত্ত্বেও একটা স্ট্রেচারের বন্দোবস্ত পর্যন্ত করা যায়নি | গতকাল রাত থেকেই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর | মৃত ব্যক্তির মেয়ে বলেন, ওঁনার কী হয়েছে, আমরা বুঝতে পারিনি | হাসপাতালে এসে তাঁর শ্বাসকষ্টের কথা জানানোর পরেও কোনও চিকিৎসা হয়নি | কেউ হাত পর্যন্ত দেয়নি | বাবার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তিনি | তিনি আরও জানান, ১ ঘণ্টার বেশি অ্যাম্বুলেন্সের ভিতরে পড়ে ছিলেন রোগী | অ্যাম্বুলেন্সের চালকও বহু চেষ্টা করেন | কিন্তু রোগীকে ভর্তি করানো যায়নি | রোগীর মেয়ে বলেন, বাবা করোনা পজেটিভ কিনা আমরা জানতে পারিনি| এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চিকিৎসকদের ভূমিকা নিয়ে। চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েেন মৃত রোগীর আত্মীয়রা | পেশায় সিভিক ভলান্টিয়ার রুমা জানান, খানাকুল থানার পুলিশ আবেদন জানালেও কোনও লাভ হয়নি |