দেবরীনা মণ্ডল সাহা :- করোনা আক্রান্ত হয়ে তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর ঘটনায় এবার কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনলেন তাঁর স্ত্রী নন্দিতা সিনহা | বুধবার উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে খড়দহ থানায় অনিচ্ছাকৃত খুনের মামলায় দায়ের করলেন মৃত প্রার্থী কাজল সিনহার স্ত্রী | বুধবার বিকেলে খড়দহ থানায় অভিযোগ দায়ের করলেন নন্দিতাদেবী | ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং কমিশনে অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করলেন তিনি | যদিও এ নিয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি | নন্দিতাদেবী অভিযোগপত্রে তাঁর স্বামীর মৃত্যুর জন্য কমিশনকেই দায়ী করেছেন | তাঁর দাবি, দেশজুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই বাংলায় আট দফা ভোটের আয়োজন করেছিল কমিশন | শেষ কয়েক দফা ভোট একসঙ্গে করার বারবার আবেদন করেছে তৃণমূল| কিন্তু তাতে সাড়া দেয়নি কমিশন | এরপর প্রচারে বেরিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কাজল সিনহার | সুদীপ জৈনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন প্রয়াত তৃণমূল প্রার্থীর স্ত্রী| তাঁর কথায়, “আমার স্বামীর মৃত্যুর জন্য একমাত্র দায়ী কমিশন |” প্রসঙ্গত,রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহার | কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন কাজলবাবু | গত বুধবার করোনা নমুনার পরীক্ষার ফল থেকে জানা যায় তিনি করোনা পজিটিভ | বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় অর্থাৎ ২২ এপ্রিল খড়দায় ভোটগ্রহণ হয় | এর আগের দিনই কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিনহা | তিনদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় | গত রবিবার মৃত্যু হয় তাঁর | কাজলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকপ্রকাশ করেছেন |