দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার করোনা প্রাণ কাড়ল সাহিত্যিক অনীশ দেবকে | কোভিড আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব | গতকাল প্লাজমার প্রয়োজন হয় | সেই প্লাজমাও জোগাড় হয় | কিন্তু শেষ পর্যন্ত তা আর দেওয়া হয়ে ওঠেনি | বুধবার সকালে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হল লেখকের | কল্পবিজ্ঞান বিষয়ক এই লেখকের বয়স হয়েছিল ৭০ বছর | কোভিড আক্রান্ত হওয়ার পরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব | লেখকের জন্য এবি পজিটিভ রক্তের প্লাজমার দরকার ছিল | মঙ্গলবার রাত থেকেই নেটমাধ্যমে সাধারণ মানুষের হাহাকার পড়ে গিয়েছিল প্লাজমার খোঁজে | জানা যায়, বেশ কয়েক ঘণ্টা পরে প্লাজমা জোগাড় হয়ে গিয়েছিল | কিন্তু ভেন্টিলেশন থেকে ফিরতে পারলেন না সাহিত্যিক| বুধবার সকাল ৭টা ১০-এ তাঁর মৃত্যু হয় | বাবার মৃত্যু মৃত্যুতে অনীশ দেবের মেয়ে মোনালিসা দেব বলেন,”বাবা নেই | মা খুব ভেঙে পড়েছেন | আমাকেই স্ট্রং থাকতে হবে| আর তো উপায় নেই | বাবাই শিখিয়েছিলেন লড়াই জারি রাখতে|” সাহিত্যিক অনীশ দেবের জন্ম ১৯৫১ সালে কলকাতায় | লেখালিখি শুরু করেন ১৯৬৮ সালে | তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ- ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি | সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ | তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ- বিজ্ঞানের হরেকরকম, হাতে কলমে কম্পিউটার, বিজ্ঞানের দশদিগন্ত ইত্যাদি | ২০১৯ সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন অনীশ দেব | এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি | অনীশ দেবের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য মহল |