Breaking News

কোভিড চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলির ১৩৬৭ বেড অধিগ্রহণ করল রাজ্য সরকার! নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের তরফে

দেবরীনা মণ্ডল সাহা :- করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির বেড করোনা চিকিত্সার জন্য নিয়ে নিল রাজ্য স্বাস্থ্য দফতর | মোট ১,৩৬৭ টি বেড কোভিড চিকিৎসার জন্য নিয়ে নিল রাজ্য সরকার | এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে | এইসব হাসপাতালের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, অধিগ্রহণ করা বেডগুলিতে স্বাস্থ্যভবনের সুপারিশ মতো যেন রোগী ভর্তি করা হয় | রোগীদের সম্পর্কে বিস্তারিত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে | তবে কোনও রোগীকে যদি স্বাস্থ্যভবন কিংবা জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি করা হয়, তাহলে সেই সব রোগীকে বেসরকারি রোগী বলে গণ্য করা হবে |এদিন যেসব বেসরকারি হাসপাতালে বেড অধিগ্রহণ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, দার্জিলিং-এর চ্যাং সুপার স্পেশালিটি হাসপাতাল ( ৩০), হাওড়ার নারায়না সুপার স্পেশালিটি হাসপাতাল (৫৮), উলুবেড়িয়ার সঞ্জীবন (২০০), পিয়ারলেস (৩০), আরএন টেগোর(৩০), বর্ধমানের ক্যামরি (৬৫), বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (৬২), রায়গঞ্জে মিকি মেঘা (৫০) | এর আগে রাজ্য সরকারের তরফে বেসরকারি হাসপাতালগুলিকে বেড বাড়াতে বলা হয়েছিল | পাশাপাশি মোট বেডের ৬০ শতাংশ করোনা রোগীদের জন্য সংরক্ষিত করতেও বলা হয়েছিল | বাকি ৪০ শতাংশ শয্যা আপতকালীন চিকিৎসা, ডে কেয়ার, জরুরি অস্ত্রোপচার এবং ডায়ালিসিসের জন্য রাখার কথা বলা হয় | গত একদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন | মৃত্যু হয়েছে ৭৩ জনের | আর গোটা দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখেরও বেশি| এরকম পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে ১,৩৬৭ বেড করোনা চিকিৎসার জন্য নিয়ে নিল রাজ্য সরকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *