প্রসেনজিৎ ধর :- গণনাকেন্দ্রে ভিড় এড়াতে নয়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন | মাদ্রাজ হাইকোর্টের ধমকের পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন | পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনার দিন আগামী ২ মে করোনাভাইরাস বিধি পালনের জন্য নির্দেশিকা জারি করা হল | তাতে জানানো হল, নেগেটিভ আরটি-পিসিআর বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট রিপোর্ট ছাড়া বা করোনাভাইরাস টিকার দুটি ডোজ না নিলে কোনও প্রার্থী বা প্রার্থীর এজেন্টকে গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না | বুধবার নতুন করে আরও কিছু নির্দেশিকা জারি করেছে কমিশন | যাতে বলা হয়েছে, প্রার্থী ও এজেন্টের আরটিপিসিআর টেস্টে নেগেটিভ এলেই ঢুকতে দেওয়া হবে গণনাকেন্দ্রে | তবে এক্ষেত্রে রয়েছে কিছু নিয়ম | গণনা শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগের রিপোর্ট দেখাতে হবে কমিশনকে |
অন্যথা, গণনাকেন্দ্রে যেতে পারবেন না তাঁরা | নোডাল হেলথ অফিসারের সহায়তায় জেলা নির্বাচনী আধিকারিককে প্রতিটি গণনাকেন্দ্রে করোনাভাইরাস সংক্রান্ত বিধি সুনিশ্চিত করতে হবে| দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে | এর মধ্যেই চলছে নির্বাচন | করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য সাধারণ মানুষ নির্বাচনকেই দায়ী করছেন | কাঠগড়ায় তোলা হয়েছে কমিশনকেও | এর পরেই নড়েচড়ে বসে কমিশন | জানিয়ে দেয়, নির্বাচনে জয়ের পরেও বিজয় মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলো | এবার গণনা নিয়েও কড়া হল তারা|আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা |২ মে, রবিবার ঘোষিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল | আগেভাগেই কোভিড পরিস্থিতি এড়াতে বেশকিছু নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন | সম্প্রতি কমিশনের তরফে বলা হয়েছে, ভোটের ফল বেরনোর পর কোনও বিজয় উৎসব করতে পারবে না কোনও দল | অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা ও পুদুচেরির নির্বাচন নিয়েই এই ঘোষণা করা হয়েছে |