সুবীর কর, বীরভূম :- রাত পোহালেই রাজ্যে শেষ দফার নির্বাচন| আর এই নির্বাচনে অবশ্যই বিশেষ নজরে বীরভূম | আর নির্বাচনের আগের দিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল | এমনকি বললেন,”কাল নিশ্চিত খেলা হবে |”অন্যদিকে সকালে কমিশন-বাহিনীর সঙ্গে লুকোচুরি নিয়ে বীরভূমের জেলা সভাপতির সাফ কথা,এজন্য তিনি দায়ী নন | নির্বাচন কমিশনের কাঠগড়ায় তুলে তাঁর মন্তব্য,“বীরভূমে নির্বাচন কমিশনারের নির্দেশে পুলিশ প্রকৃত অপরাধীদের ছেড়ে সাধারণ লোককে, আমাদের সমর্থকদের থানায় ডেকে পাঠাচ্ছে | আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক | এখানে একজন আসামী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে অথচ তাকে ধরছে না | আমাকে প্রতিবারই নজরবন্দি করে | তাতে আমি কিছু মনে করি না | কিন্তু এইভাবে সাধারণ লোককে হেনস্থা করছে সেটা খারাপ লাগছে | আর ক’দিনই বা করবে | ২ তারিখের পর তো আর পারবে না আগামিকাল খেলা হবে | তবে কীভাবে খেলব সেটা বলব না | খেলা মানে তো ঝগড়া, মারামারি নয় | ভালোভাবেও তো খেলা যায় |” এদিন জনৈক গোপাল শেখের বিরুদ্ধে অভিযোগ করে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি বলেন,’প্রকাশ্যে ১০জন ছেলে ও চেম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছে | এসপিকে বলেছিলাম গ্রেফতার করো | এখনও গ্রেফতার করেনি | আমি চাই ভোট শান্তিপূর্ণ হোক, যেমন শান্তিপূর্ণ ভোট বীরভূমে হয় |” এদিন সকালে উধাও হয়ে যাওয়ার প্রসঙ্গে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই ঘটনায় আমার দোষ কোথায়? এটা তো যাঁরা আমাকে খুঁজে পায়নি, তাঁদের দোষ| আমি কী করব? আমি তারাপীঠে পুজো দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম | শেষপর্যন্ত জেলাশাসক ফোন করলেন | আমি বললাম কোথায় আপনার লোক? উনি বললেন, যাচ্ছে যাচ্ছে | একটু দাঁড়ান | আমি যদি চলে যেতাম তাহলে আমাকে ধরতেই পারত না| আমিই অপেক্ষা করলাম |”