সুবীর কর, বীরভূম :- অষ্টম দফার ভোটে নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে | আর এদিন ভোট চলাকালীন সকালেই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা বলে অভিযোগ | ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকরতলা থানা এলাকায় | ৪০ টির বেশি সকেট বোমা ওই তৃণমূল নেতার বাড়ির খামার থেকে উদ্ধার করেছে পুলিশ|তার সঙ্গে ছিল ৪ কিলোগ্রামের মতো বোমা তৈরির মশলা | যদিও কোথা থেকে এগুলি এল তা তিনি জানেন না বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা বলে দাবি | এদিন গোপনসূত্রে খবর পেয়ে বুথ সংলগ্ন খামারবাড়ির বাঁশ বাগানে বোমাগুলি উদ্ধার করে পুলিশ | গ্রামবাসীদের বিপদ এড়াতে পুলিশ ও আধাসামারিক বাহিনী জায়গাটি ঘিরে ফেলে |
খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে | পুলিশের দাবি, বোমাগুলি অত্যন্ত শক্তিশালী | বিজেপির অভিযোগ, ভোটের দিন বুথ লুঠের জন্য নাশকতা চালাতেই এই বোমা মজুত করা হয়েছিল | তা তৃণমূলের দুষ্কৃতীরা করেছে বলেই অভিযোগ বিজেপির | এদিন ৪০টির বেশি সকেট বোমা ও চার কেজি বোমার মশলা উদ্ধার হয়|ভোট শুরু হওয়ার পরেই বোমা উদ্ধারের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় | এদিকে বিজেপি-তৃণমূল সংঘর্ষে বারংবার উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুর এলাকাও | পাশাপাশি বীরভূমের দুবরাজপুরে এত পরিমাণ সকেট বোমা উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় |