Breaking News

ভোট চলাকালীন তারাপীঠে পুজো সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি! রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

সুবীর কর, বীরভূম :- ভোট-অষ্টমীতে নজিরবিহীন ঘটনা ঘটল বীরভূমে | বৃহস্পতিবার ভোট চলছে চার জেলায়| এবার তারই মধ্যে সদলবলে তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিলেন সিআরপিএফ-এর আইজি এসকে মোহান্তি | মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়তেই এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয় | কর্তব্যরত অবস্থায় কীভাবে উনি মন্দিরে পুজো দিলেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে| এই ঘটনায় রিপোর্ট তলব করেছেন নির্বাচন কমিশন| স্বাভাবিকভাবে তাঁর বিরুদ্ধে উঠল কর্তব্যে গাফিলতির অভিযোগ | উর্দি পরিহিত অবস্থায় তারাপীঠে রীতিমতো ডালা নিয়ে কীভাবে পুজো দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে | গতকালই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ থাকা অবস্থায় আধিকারিক এবং বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তারাপীঠ গিয়ে পুজো দিয়ে এসেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল | আজ সিআরপিএফ জওয়ানের এই কাণ্ড নিরাপত্তার ফাঁকফোকরগুলি আরও বেশি করে আঙুল দিয়ে দেখিয়ে দিল | এই খবর সম্প্রচারিত হওয়ার পরই তৎপর হয়ে ওঠে নির্বাচন কমিশন | ভোটের দিন কীভাবে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিতে পারেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে | যদিও আইজি-‌র বক্তব্য, তাঁর এই পুজো দেওয়ার জন্য নিরাপত্তা বা ডিউটিতে কোনও খামতি ছিল না | তবে গতকালের ঘটনার পর আজ আইজি-র এই কাণ্ডে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে | যদিও এটা প্রথমবার নয় | এর আগে ২০১৬ সালেও বিধানসভা ভোট চলাকালীন দেখা গিয়েছিল, কর্তব্যরত বহু সিআরপিএফ জওয়ান হাজারিবাগে ঘুরছেন, যা নিয়ে হইচই পড়ে যায় | আর এবার একজন আইজি কীভাবে ভোট চলাকালীন পুজো দিতে গেলেন তা কমিশনের নজরে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *