নিজস্ব সংবাদদাতা :- গোষ্ঠীদ্বন্দের জেরে উত্তপ্ত ক্যানিং, ভোটের আগেই ফের উত্তপ্ত বাংলা। সাত সকালেই ক্যানিং-এর গোলাবাড়িতে চলল গুলি-বোমা। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। এই ঘটনায় অভিযোগের তীর গিয়েছে তৃণমূলের দিকে। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতাদের অভিযোগ, এরা কেউ দলের লোক নয়।
অন্যদিকে সকাল থেকেই পরিস্তিতি এতটাই চরমে উঠেছে যে এলাকার মানুষরা এখনো আতঙ্কিত হয়ে আছেন। অশান্তি লাগার বেশ কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এসে গুলিতে গুরুতর আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। এমনকি এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন তৃণমল কর্মী। প্রসঙ্গত, ভোট এগিয়ে আসতেই ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। কারণ নির্বাচনের আগেই দফায় দফায় চলছে মিটিং মিছিল। একুশের ভোটে নিজের জায়গা ফিরে পেতে এখন মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। অন্যদিকে বিজেপিও বাদ যায় না। সমান তালে নিজের জায়গা করতে এখন গেরুয়া শিবিরও যথেষ্ট উঠে পড়ে লেগেছে। তার ফল স্বরূপ সমস্যায় পড়ছেন বাংলার আম জনতা। আর তারমাঝেই গোষ্ঠীদ্বন্দ্ব কিনা এখন নতুন করে চিন্তার কারণ হয়ে দাড়াচ্ছে।