বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- হাতে বাকি মাত্র ২ দিন | রবিবার হবে ভোটগণনা | এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার ভাঙড় বিধানসভার কাশীপুর থানা এলাকায় খোঁজ মিলল বোমা বানানোর ডেরার | সেখানে তল্লাশি চালিয়ে তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ | পুলিশ সুত্রে জানা গিয়েছে, শেষ কয়েকদিনে ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে দফায় দফায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে|শানপুকুর অঞ্চলের কাঁটজালা গ্রামের খালপাড়ের একটি ঘর থেকে বোমা ও প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে | ভগবানপুর থেকে উদ্ধার হয়েছে ২২ টি তাজা বোমা | এছাড়া ভোগালী গ্রামের একটি বাঁশ বাগানে মিলেছে ৯ টি তাজা বোমা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ এই বোমা নিস্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড | এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে | পুলিশের তরফে জানানো হয়েছে, ভাঙড়ের কাঁটজালা গ্রামে বহিরাগত দুষ্কৃতীদের এনে বোমা বাঁধার কাজ করা হচ্ছিল |
এদিন বাগজোলা খাল পাড়ের ওই পরিত্যক্ত ঘরটি পুলিশ ভেঙে দেয় | এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছে | তাঁদের দাবি, ফলপ্রকাশের এলাকায় অশান্তি ছড়াতে আইএসএফ বোমা মজুত করছিল | যদিও অভিযোগ অস্বীকার করছে আইএসএফ নেতৃত্ব | প্রসঙ্গত, ভোটের আগেও ভাঙড় থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক | ভোট গণনার পর এলাকায় অশান্তি পাকানোর জন্য এই বোমা মজুত করা হচ্ছিল বলে পুলিশের একটি সূত্রে খবর |