Breaking News

কার দখলে নীলবাড়ির কুর্সি! বাংলায় এবার তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই,তবে বাংলা নিজের মেয়েকেই চায়! বলছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা

প্রসেনজিৎ ধর :- বাংলার কুর্সি কার হাতে থাকবে? কাউন্টডাউন শুরু | বৃহস্পতিবার রাজ্যে আট দফার নির্বাচন শেষ হল | অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা দেখা যাচ্ছে, বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেস | আগের থেকে আসন সংখ্যা অনেকটা বাড়ালেও তৃণমূলকে গদিচ্যুত করতে পারছে না গেরুয়া শিবির | অন্যদিকে বাম, কংগ্রেস, এবং আইএসএফের জোট কার্যত ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে |আবার কোথাও সেই ফলাফলে তৃণমূলকে এগিয়ে রাখা হলেও কোথাও এগিয়ে রাখা হয়েছে বিজেপিকেও | কোথাও বা দেওয়া হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত | যদিও, সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় অন্য ফল দেখাচ্ছে | এখনও পর্যন্ত দুটি বুথফেরত সমীক্ষায় ম্যাজিক ফিগার দেওয়া হয়েছে তৃণমূলকে | দুটি সমীক্ষায় এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে | অন্যদিকে, অধিকাংশ সমীক্ষাতেই বামেদের রাখা হয়েছে ১১-২৫ এর মধ্যে | যদিও একটি সমীক্ষাতে তাদের দেওয়া হয়েছে ৪৫ আসন |

এবিপি নিউজ-সি ভোটার

তৃণমূল কংগ্রেস-১৫২-১৬৪
বিজেপি-১০৯-১২১
বাম-১৪-২৫
অন্যান্য-০

সিএনএন নিউজ ১৮

তৃণমূল কংগ্রেস-১৬২
বিজেপি-১১৫
বাম-১৫
অন্যান্য-০

রিপাবলিক টিভি-সিএনএক্স

তৃণমূল কংগ্রেস-১২৮-১৩৮
বিজেপি-১৩৮-১৪৮
বাম-১১-২১
অন্যান্য-০

টাইমস নাও-সি ভোটার

তৃণমূল কংগ্রেস-১৫৮
বিজেপি-১১৫
বাম-১৯
অন্যান্য-০

টুডে’স চাণক্য

তৃণমূল-১৮০
বিজেপি-১০৮
সংযুক্ত মোর্চা -৪
অন্যান্য-২

টিভি নাইন

তৃণমূল-১৪২-১৫২
বিজেপি -১২৫-১৩৫
সংযুক্ত মোর্চা -১৬-২৬
অন্যান্য-০

ইন্ডিয়া টুডে – অ্যাক্সিস মাই ইন্ডিয়া

তৃণমূল-১৩০-১৫৬
বিজেপি-১৩৪-১৬০
সংযুক্ত মোর্চা -০২
অন্যান্য-০১

পি মার্ক

তৃণমূল-১৫২-১৭২
বিজেপি- ১১২-১৩২
সংযুক্ত মোর্চা- ১০-২০
অন্যান্য-০

নির্বাচনের ফল কী হতে চলেছে, তার একটা আগাম আভাস মেলে এই বুথ ফেরত সমীক্ষায় | তবে সবসময় যে এক্সিট পোলের ফলের সঙ্গে নির্বাচনের ফল মেলে তার কোনও গ্যারান্টি নেই | প্রসঙ্গত, এ দেশে এক্সিট পোল অনেক ক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় বলে অতীকে প্রমাণিত হয়েছে | প্রসঙ্গত, একুশের নির্বাচন ঘিরে টানটান লড়াইয়ের সাক্ষী থেকেছে বঙ্গ রাজনীতি |যদিও সবশেষে বলে রাখা দরকার, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা কোনওভাবেই ভোটের ফলাফলকে প্রভাবিত করে না | এটা সম্ভাব্য ফলাফলের আভাসমাত্র |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *