বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বারুইপুর পূর্ব বিধানসভা আসনের বিদায়ী তৃণমূল বিধায়ক নির্মল মণ্ডলের| তাঁর বয়স হয়েছিল ৮১ বছর| শুক্রবার দুপুরে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে তিনি প্রয়াত হন | তাঁর পুত্রও আক্রান্ত হয়েছেন করোনায়| করোনা প্রাণ কাড়ল আরও এক বর্ষীয়ান রাজনীতিবিদের | জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি | বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে তাঁর করোনা পরীক্ষা করানো হয় | রিপোর্ট আসে পজিটিভ| অবস্থার অবনতি হতে থাকায় বৃহস্পতিবার সকালে নির্মল মণ্ডলকে হাসপাতালে করানোর সিদ্ধান্ত নেয় পরিবার | শুক্রবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিদায়ী বিধায়ক | এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি ‘বয়সজনিত কারণে’ ২০০১ সালে সোনারপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হন | তার পর ২০০৬-এর ভোটে পরাজিত হলেও ফের ২০১১ এবং ২০১৬-য় তৃণমূলের টিকিটে তিনি নির্বাচিত হন বারুইপুর পূর্ব কেন্দ্রে| তাঁর পরিবর্তে এবার বারুইপুর পূর্ব আসনে তৃণমূলের টিকিট পান বিভাস সর্দার | নির্মলবাবুর অনুগামীদের বক্তব্য, টিকিট না পেয়েই কিছুটা অভিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি | তার কিছু দিনের মধ্যেই আক্রান্ত হন করোনায় | জনদরদী নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে|