প্রসেনজিৎ ধর :- নির্বাচন শেষ | আগামীকাল ভোটের ফলাফল | আর তার আগে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগণার ভাটপাড়া | দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী নূর আলম ওরফে সাহেব বলে অভিযোগ | জানা গিয়েছে, শুক্রবার রাত ন’টা নাগাদ নয়াবাজার তৃণমূল কার্যালয়ের সামনে তাঁকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ | এরপর মোটর বাইকে করে চম্পট দেয় তারা বলে অভিযোগ | একটি গুলি লাগে নূরের বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে | কিন্তু গুরুতর ভাবে আহত তৃণমূল কর্মীকে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে | এক সময় ভাটপাড়া এলাকার সিপিএম নেতা ছিলেন নূর | কাউন্সিলরও হন | পরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন| ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় | ঘটনাস্থলে যায় বারাকপুর থানার পুলিশ | সূত্রের খবর, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | প্রসঙ্গত,
গত ২২ এপ্রিল ভোট হয় ভাটপাড়ায় | তার আগে থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায় | বোমা, গুলির পর সেখানে মিলেছে অস্ত্র কারখানার হদিশও | এবার গণনার আগে ফের উত্তপ্ত হল ভাটপাড়া |