দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা আবহে শহরের সব হাসপাতালেই অক্সিজেনের চাহিদা তুঙ্গে | বেড়েছে ভেন্টিলেশন সুবিধাযুক্ত ওয়ার্ড | এই পরিস্থিতিতে অক্সিজেনেরঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক | ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন | বেলেঘাটা আইডি হাসপাতালে সংক্রমিতদের জন্য নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ | ইতিমধ্যে ১৩ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্টের ট্যাঙ্ক রয়েছে হাসপাতালে, যেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পাঠানো হচ্ছে ওয়ার্ডে |লক্ষ্য, রোগীদের ২৪ ঘণ্টা অক্সিজেন পরিষেবা যাতে দেওয়া যায় |বেলেঘাটা হাসপাতালে চাহিদা মেটাতে এবার সেখানে বসছে অক্সিজেন কনসেনট্রেটর | দিল্লির মতো এ রাজ্যেও অক্সিজেনের অভাবে উঠেছে রোগীমৃত্যুর অভিযোগ | হু হু করে সংক্রমণ বেড়ে চলায় অক্সিজেনের বেড়েছে টানাটানি | পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে জরুরি ভিত্তিতে তৈরি হচ্ছে ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট | দ্রুত ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব | উত্তরোত্তর বেড়ে চলা অক্সিজেনের চাহিদা সামাল দিতে বিশেষ যন্ত্র বসানো হচ্ছে বেলেঘাটা আইডিতে |