নিজস্ব সংবাদদাতা :- আসন্ন নির্বাচন আসতেই ক্রমে প্রকট হচ্ছিল তৃণমূলের ভাঙন, কিন্তু সকাল হতেই এদিন অন্য সুরে গলা চরিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নন্দীগ্রাম সভা থেকে তিনি যেন জ্বলে উঠলেন, জানালেন, “আমি কোনও একটা দিনও ভুলিনি। আমি আবু তাহের থেকে সবার বাড়ি, নন্দীগ্রামের স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল সব চিনি। নন্দীগ্রাম আমার জন্য লাকি জায়গা। আজ নন্দীগ্রাম থেকে আমি ঘোষণা করছি, ২০২১-এ তৃণমূল কংগ্রেস জিতবে। নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। প্রতি সিটেই তৃণমূল জয়লাভ করবে। এখনই নাম বলছি না, নন্দীগ্রাম সিটে ভালো মানুষ দেব। যারা আপনাদের কাছে থেকে কাজ করবে।”
তিনি আরো জানান, “কেউ কেউ না কেউ যেতেই পার। তোমাদের স্বাধীনতা। রাজনীতিতে ৩ ধরনের মানুষ হয়। লোভী, ভোগী, ত্যাগী। যারা ত্যাগ করতে জানেন, তাঁরা কোথাও যাবেন না। মেরে ফেললেও মায়ের কোল ছাড়বে না। আরেক দল যাদের অনেক টাকা, সেই টাকাগুলো রক্ষা করার জায়গা চাই”। দল নিয়ে একদিকে যখন টালমাটাল অবস্থা তখনও মমতার চোখে সাফ দেখা গিয়েছে জেতার ভাবভঙ্গি। তিনি জানান, “ভবানীপুরের মানুষকেও আমি কষ্ট দেব না, ম্যানেজ করতে পারলে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকেই আমি দাঁড়াব। নন্দীগ্রামে আমি দাঁড়াবই।“