Breaking News

ভোটগণনার আগের দিন জঙ্গলমহলে চাঁদাবিলা, মাধবপুর গ্রামে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার,এলাকায় ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :- আগামীকাল একুশের বিধানসভা নির্বাচনের ভোট গণনা | আর তার আগের দিন ফের মাওবাদী পোস্টার ঘিরে উত্তেজনা জঙ্গলমহলে | শনিবার ঝাড়গ্রামের বিনপুর থানার লালডাঙ্গার চাঁদাবিলা, মাধবপুর গ্রামে বেশ কয়েকটি মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা | পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে |শনিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকা চাঁদাবিলা, মাধবপুরে গ্রামবাসীদের চোখে পড়ে পোস্টারগুলি | একাধিক দোকান বাড়ির গায়ে সাঁটানো ছিল এগুলি| পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়| খবর পেয়ে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান | ভোট শেষে এই পোস্টার পড়ায় আতঙ্ক ছড়িয়েছে | এবারের পোস্টারগুলি আর হাতে লেখা নয়, বদলে ছাপার অক্ষরে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছেন নকশাল নেতারা | প্রসঙ্গত, গত বছর স্বাধীনতা দিবস থেকে মাঝে মধ্যেই মাওবাদী পোস্টার পড়ছে জঙ্গলমহল এলাকায় |কখনও জঙ্গলমহলের উন্নয়নের দাবি করা হচ্ছে তো কখনও আবার তৃণমূল নেতাদের শাস্তির দাবি করা হয়েছে পোস্টারে | এদিনের পোস্টারও তার ব্যতিক্রম নয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *