অভিষেক সাহা, মালদহ :- দিনেদুপুরে বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা | সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে | জানা গেছে, সোমবার দুপুরে চাঁচোল হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন চাঁচল থানা পাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব আরতী দাস| ঠিক সেই সময় দুজন বাইকে করে এসে ওই বৃদ্ধার পথ আটকায় এবং তাঁকে কিছু কথা জিজ্ঞাসার অছিলায় ছিনতাইকারীরা সটান বৃদ্ধার গলায় হাত দিয়ে দেড় ভরির সোনার চেনটি ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ|
বৃদ্ধার চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে এলেও ততক্ষণে শেষ রক্ষা হয়নি | ছিনতাইকারীরা ততক্ষণে বাইকে করে চম্পট দেয় | ছিনতাইকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আরতী দাস | তাঁর অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ| এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি | অন্যদিকে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষদের মধ্যে |