Breaking News

বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মমতা, তবে কোভিড যুদ্ধ মিটলেই হবে ব্রিগেডে সেলিব্রেশন!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস | আগামী ৫ মে তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার সাংবাদিক বৈঠকে জানান তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় | ৬ তারিখ বাকি মন্ত্রীরা শপথগ্রহণ করবেন | এ দিন পার্থ চট্টোপাধ্যায় বলেন,”নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে প্রিয় নেত্রী, জননেত্রীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচন করেছেন | আমরা খুশি | আমরা তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি | শারীরিক বাধা নিয়ে হুইল চেয়ারে বসে বাংলা ও ভারতের মানুষকে রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়েছেন তিনি | দৃঢ়চেতা চিত্তে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই করেছেন | পরিষদীয় দল তাঁকে কৃতজ্ঞতা জানায় | সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন | ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথপাঠ করাবেন প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় | তাঁকেই পরবর্তীকালে আমরা অধ্যক্ষ হিসেবে চাই | স্পিকারের নাম প্রস্তাব করবেন সুব্রত মুখোপাধ্যায় |” কোভিডকালে ছোট পরিসরেই শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় | তিনি বলেন,”আমি বলেছি, শপথ হলেও অনুষ্ঠান করে করব না| কোভিড পরিস্থিতি কাটলে আমরা সেলিব্রেশন করব | ব্রিগেডে ভারতের সব নেতানেত্রীকে আমন্ত্রণ জানাব |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *