Breaking News

করোনা সংক্রমণের জের! কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা,২৩৮টি মেট্রোর পরিবর্তে চলবে ২১৬টি মেট্রো

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে|আর তার জেরে ফের কমছে কলকাতা মেট্রোর সংখ্যা | জানা গেছে,এবার থেকে সোমবার থেকে শনিবার ২৩৮টি মেট্রোর পরিবর্তে চলবে ২১৬টি মেট্রো| বদলাচ্ছে মেট্রোর সময়ও | করোনার ক্রমবর্ধমান বৃদ্ধিতে মেট্রো রেকের সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ | মেট্রোর আধিকারিকরা বলছেন, যাত্রী কম বলেই কমানো হচ্ছে মেট্রোর রেক | এর আগে গত ২৬ এপ্রিল থেকে ২৫৮ টি মেট্রোর বদলে মেট্রো কমে ২৩৮টি হয় | এইবার ২৩৮ থেকে কমিয়ে তা ২১৮ করার সিদ্ধান্ত নেওয়া হল | সকাল ৭টা ২০-এর পরিবর্তে এবার থেকে সাড়ে ৭টা দমদম থেকে প্রথম মেট্রো ছাড়া হবে | যাবে কবি সুভাষ পর্যন্ত |অন্যদিকে শেষ মেট্রো রাত ৯টা ১০-এ ছাড়া হয় | এবার কবি সুভাষ ও দমদম থেকে তা ৯টায় ছাড়া হবে | রবিবার ১০০ টি মেট্রোর বদলে চলবে ৯৮ টি মেট্রো | ইতিমধ্যেই দেখা গিয়েছে লোকাল ট্রেনের সংখ্যা কমেছে হাওড়া ও শিয়ালদহ থেকে | চালক ও গার্ড করোনা আক্রান্ত হওয়ার কারণেই ট্রেনের সংখ্যা কমিয়েছে রেল | একইভাবে মেট্রো কর্মীদের মধ্যেও করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে | ফলেসমস্ত দিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *