দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় | তার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন তৃণমূল সুপ্রিমো | এ দিন সন্ধেয় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা | প্রায় দেড় ঘণ্টা ছিলেন | রীতি মেনে পদত্যাগ করেন মমতা | তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল|
অন্তর্বর্তী সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন | এদিন রাজ্যপাল টুইট করেন,”বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি | তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন | আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি |” এদিকে এদিন সন্ধেয় রাজ্য থেকে আচরণবিধি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন | সূত্রের খবর, বুধবার সকাল ১টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় | কোভিড পরিস্থিতির জন্য অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত |
ফলপ্রকাশের দিনই মমতা জানিয়েছিলেন, দলের সঙ্গে আলোচনা করে শপথগ্রহণের দিনক্ষণ ঠিক করবেন | এদিন তৃণমূল ভবনে নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে একান্ত বৈঠক করেন মমতা| তারপরই দলের তরফে জানানো হয়, ৫ তারিখ তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দোপাধ্যায় | বিধায়কদের স্বাক্ষর করা চিঠি নিয়ে রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী| সঙ্গে ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম |