নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- ভোট পরবর্তী হিংসা অব্যা হত|তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে | এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কেতুগ্রাম | এই ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ | জানা গেছে,কেতুগ্রামের মাল গ্রামে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলের শ্রীনিবাস (৫০) | শাসকদলের অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়িতে বিজেপির একদল দুষ্কৃতী হামলা চালায় | বাড়ি থেকে বের করে শ্রীনিবাসকে লাঠি দিয়ে মারধর করা হয় | ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ | তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন আরও দুই তৃণমূল কর্মী | আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় | তৃণমূলের অভিযোগ অস্বীকার করে কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ বলেন, “ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার, ভাঙচুর শুরু করেছে | মালগ্রামে আমাদের কর্মীরা রবিবার রাত থেকেই গ্রামছাড়া তাহলে আমাদের কর্মীরা কী করে হামলা করল?”যদিও শ্রীনিবাস খুনের ঘটনায় মাল গ্রামের পাঁচ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ |নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চূড়ান্ত হিংসার ছবি রাজ্যজুড়ে | মারামারি, বাড়ি ভাঙচুর এমনকী খুনের অভিযোগ পর্যন্ত উঠছে | রাজনৈতিক দলগুলি একে অপরকে কাঠগড়ায় তুলছে |