দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা কাণ্ডে মঙ্গলবার সাতসকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিং | তবে সকাল সাড়ে ৬টায় সিবিআই দফতরে কারও হাজিরা কার্যত নজিরবিহীন | এদিন সকাল সাড়ে ছ’টার মধ্যেই সিবিআই দপ্তরে চলে আসেন জ্ঞানবন্ত | সাড়ে আটটা নাগাদ তিনি বেরিয়ে যান | মূলত এত সকালে কাউকেই হাজিরা দিতে দেখা যায়নি | সিবিআই সূত্রে বলা হয়েছে, সোমবার রাতে জ্ঞানবন্ত সিং সিবিআই আধিকারিকদের জানান, যেহেতু তিনি ডিরেক্টর অফ সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, তাই তাঁকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় তদারকি করতে হয় | ফলে মঙ্গলবার সারাদিন তিনি কাজে ব্যস্ত থাকবেন | সকালের দিকে তিনি সময় দিতে পারবেন | কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রস্তাবে রাজি হলে তিনি খুব সকালে নিজাম প্যালেসে হাজির হন | সেই সময় দফতরে শীর্ষ সিবিআই আধিকারিকরা উপস্থিত না থাকায় বিশেষ জেরা করা হয়নি তাঁকে| ফলে তাঁর জমা দেওয়া নথি খতিয়ে দেখে ফের সমন পাঠাতে পারে সিবিআই বলে খবর | এদিন প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে যান | সম্প্রতি কয়লা পাচারে একাধিক পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে তাঁর নাম উঠে আসে বলে সূত্রের দাবি | বিষয়টি স্পষ্ট করতে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই | গত ১ মে জ্ঞানবন্ত সিংকে নোটিস পাঠায় সিবিআই | ৪ মে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতই এদিন হাজির হন তিনি | সূত্রের খবর, যে সময় এ রাজ্যে কয়লা পাচার ফুলে ফেঁপে ওঠে, সে সময় রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ছিলেন জ্ঞানবন্ত | এর আগে পশ্চিমাঞ্চলের আইজিও ছিলেন তিনি| যে পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এই কয়লার চোরা কারবার চলেছে | এরইমধ্যে একাধিক বার কয়লাকাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার সঙ্গেও জিজ্ঞাসাবাদ পর্ব চলে সিবিআইয়ের | সেখান থেকেই জ্ঞানবন্ত সিংয়ের সূত্র মেলে বলে খবর|