নিজস্ব সংবাদদাতা:- দলের সঙ্গে কী তাহলে আবার অমত? নাকি নিজেই বুঝতে পারছেন কি চান? সব মিলিয়ে আরো একবার সমস্যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। ইতিমধ্যেই তাঁর টুইট নিয়ে ফের শুরু হয়েছে নানা জল্পনা |
সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে একটি আমেরিকান প্রবাদ উদ্ধৃত করে পাণ্ডবেশ্বরের বিধায়ক লিখেছেন, “হোয়েন দ্য গোয়িং গেট্স টাফ, দ্য টাফ গেটস গোয়িং”। যার মানে দাঁড়ায়, পরিস্থিতি যখন কঠিন হয়, দৃঢ় মানুষই তার মোকাবিলা করতে পারে। প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি এবং আসানসোল পুরসভার প্রশাসক থেকে ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র। দলের সঙ্গে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ছিলেন বলেই খবর। কিন্তু শোনা গিয়েছে তাঁকে পুরনো পদে নাকি ফেরানো হয়নি, আর এই নিয়েই নাকি আবার সমস্যা পেকেছে দলের লোকের সাথেই। দলের সাথে ঠিক কী কারণে মনমালিন্য হয়েছে যদিও এই বিষয় নিয়েও বিশদে আলোচনা হয়নি। কিন্তু সব কিছুর মাঝে একথা স্পষ্ট তিনি এখন কঠিন পরিস্থিতিতে রয়েছেন।