Breaking News

‘বাংলাকে আরও হিংসাত্মক করে তোলার জন্যই দিল্লীর বিজেপি নেতারা আসছেন’জে.পি.নাড্ডার সফরকে কটাক্ষ সোনারপুর দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র

বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগণা :- সোনারপুরে জে.পি.নাড্ডার সফরকে কটাক্ষ করলেন সোনারপুর দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র | বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ বিজেপির | ভোট পরবর্তী সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যান জে.পি. নাড্ডা| সেখানে পরিবারের সঙ্গে দেখাও করেন | জেপি নাড্ডার সফরকে কটাক্ষ লাভলী মৈত্রের | এবার ডেলি প্যাসেঞ্জারি বন্ধ করার কথা বলেছেন তিনি | তাঁর বক্তব্য বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন, বাংলাকে আরও হিংসাত্মক করে তোলার জন্যই দিল্লীর বিজেপি নেতারা আসছেন বলে তার অভিযোগ | প্রধানমন্ত্রীর বাংলা থেকে নজর সরানো উচিত বলে তাঁর বক্তব্য |

সোনারপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় মুখ খুললেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী লাভলী মৈত্র | তিনি বলেন এই ঘটনা কখনই সমর্থনযোগ্য নয় | যারা অভিযুক্ত তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি| তিনি বলেন আইন আইনের পথে চলবে | অন্যদিকে সোনারপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সোনারপুর দক্ষিণের পরাজিত বিজেপি প্রার্থী অঞ্জনা বসুর অভিযোগ, “ফলপ্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সোনারপুরের এই খুন | মানুষ মানুষকে পিটিয়ে মারছে |” আমরা কোন সমাজে বসবাস করছি তাই নিয়েও প্রশ্ন তোলেন অঞ্জনা বসু|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *