Breaking News

‘দয়া করে কেউ হিংসা ছড়াবেন না, বাংলা অশান্তি পছন্দ করে না’ শপথের পরই কড়া বার্তা মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিধানসভা নির্বাচনে জয়ের পর হ্যাট্রিক করে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |প্রস্তুতি ছিল সকাল থেকেই | কাঁটায় কাঁটায় ১০.৪৫এ রাজভবনের ঐতিহাসিক থ্রোন রুমে শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠান | প্রোটোকল মেনে রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে শপথ পড়ান | এরপর মুখ্যমন্ত্রী হিসেবে নিজের শপথরক্ষার প্রতিশ্রুতিতে নির্দিষ্ট কাগজে স্বাক্ষর করলেন মমতা | তাঁকে সকলে শুভেচ্ছা জানান |

শপথ গ্রহণের পরেই মমতা বন্দোপাধ্যায় বললেন, ‘কোভিড মোকাবিলায় পদক্ষেপ করাই আমাদের প্রথম কাজ | রাজনৈতিক হিংসা বন্ধ করা দ্বিতীয় কাজ|’শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী| প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন মুখ্যমন্ত্রীর | হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি | মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,প্রশান্ত কিশোর, এছাড়াও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব | কোভিড পরিস্থিতিতে বর্ণাঢ্য নয়, বরং একেবারে অনাড়ম্বরেই হয়ে গেল শপথ গ্রহণ অনুষ্ঠান | সর্বসাকুল্যে অতিথি ছিলেন ৫০ জন | ছিলেন না সিপিএম, বিজেপির কোনও প্রতিনিধি | আমন্ত্রিতদের তালিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচাৰ্য, বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানরা|আমন্ত্রণ করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি পরিষদীয় দলের প্রাক্তন নেতা মনোজ টিগ্গাকে|

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে | ঘটনাচক্রে, ২০১১ সালের মতোই এ বারও মুখ্যমন্ত্রী, বিধায়ক না হয়েই শপথ নিলেন | কারণ, নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি| আগামী ছ’ মাসের মধ্যে কোনো একটি কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হতে হবে মমতাকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *